Recent Posts

আই, টি ব্লগ https://itnewblogbd.blogspot.com/2022/09/Digital%20marketing.html

ফেসবুক মার্কেটিং - পর্ব ১ (ফেসবুক পেজ তৈরি এবং সেটআপ)


ফেসবুক মার্কেটিং
ফেসবুক মার্কেটিং - পর্ব ১ (ফেসবুক পেজ তৈরি এবং সেটআপ)
বর্তমান বিশ্বে ফেসবুক মার্কেটিং একটি গুরুত্বপূর্ণ বিষয়। ফেসবুক মার্কেটিং করে পৃথিবীর লাখো মানুষ বিভিন্ন ধরনের ব্যবসা পরিচালনা করছে এবং তারা এর মাধ্যমে কোটি মানুষের কাছে তাদের প্রোডাক্ট সেল করছে । বাংলাদেশের প্রায় ৪ কোটি মানুষ বর্তমানে ফেসবুকে সক্রিয় রয়েছে তাই বাংলাদেশে ফেসবুক মার্কেটিং এর একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে। আজকে আমরা ফেসবুক মার্কেটিং এর প্রাথমিক পদক্ষেপ ফেসবুক পেজ তৈরি এবং সেটআপ সম্পর্কে আলোচনা করছি । ফেসবুক মার্কেটিং করতে হলে প্রথমে আপনাকে একটি পেজ তৈরি করতে হবে এবং সেটি সুন্দরভাবে সেটআপ করতে হবে তাই এখানে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

ধাপ-১ : আপনার ফেসবুক প্রোফাইলে গিয়ে পেজ অপশনে যেতে হবে এবং ক্রিয়েট পেজ বাটনে ক্লিক করতে হবে তাহলে নিচের মতো একটি উইন্ডো আসবে এখানে থাকা অপশন গুলো সঠিক ভাবে পূরণ করতে হবে।



পেজ নেম এর জায়গায় আপনাকে একটি নাম দিতে হবে যেটি হবে আপনার ফেসবুক পেইজের নাম এরপরে ক্যাটাগরি অপশনে যে কোন একটি ক্যাটাগরি বাছাই করতে হবে আপনার পেজ টি যে সম্পর্কে সে সম্পর্কিত ক্যাটাগরি বাছাই করে নিন তারপর আপনাকে ডিসক্রিপশন এর ঘরটি পূরণ করতে হবে এখানে আপনি আপনার পেজ সম্পর্কিত যাবতীয় তথ্য লিখে দিবেন। এরপর নিচে সেভ বাটনে ক্লিক করুন তাহলেই আপনার একটি নতুন পেজ তৈরি হয়ে গেল।

ধাপ-২: এখন আমরা ব্যানার এবং লোগো সেটআপ করব। হোমপেজে গিয়ে কিছুক্ষণ আগে তৈরি করা পেজের উপরে ক্লিক করলে নিচের মতো একটি উইন্ডো আসবে সেখান থেকে আমরা লোগো এবং ব্যানার সঠিকভাবে সেটআপ করব।

ব্যানারের এডিট বাটনে ক্লিক করলে নতুন একটি ব্যানার সেট করা যাবে তার আগে আমাদের একটি ব্যানার তৈরি করতে হবে ব্যানার তৈরি করার জন্য ক্যানভা, পিক্স ল্যাব অথবা কম্পিউটারে ফটোশপ দিয়ে তৈরি করে নিতে হবে ব্যানারের সাইজ হবে ৮২০*৩১২ পিক্সেল । লোগো আমাদের আগে তৈরি করে নিতে হবে লোগো সাইজ হবে ১৭০*১৭০ পিক্সেল এরপর লোগো অপশনে ক্লিক করে লোগো সেট করে দিতে হবে এখানে আমাদের কাজ শেষ।

ধাপ-৩ : এখন আপনাকে নিচের চিত্রে দেখানো এডিট পেজ ইনফো অপশনে যেতে হবে তাহলে পাশের চিত্রের মত একটি উইন্ডো আসবে

এখানে আপনাকে ১৮টির  মতো তথ্য পূরণ করতে হবে, যেগুলো নিচে উল্লেখ করা হলো।
১-Name
2-Username
3-Description
4-Categories
5-Phone Number
6-E-mail Address
7-Website
8-Location(Address, City, Post code,Map location)
9-Service area
10-Hours
11-Temporary service changes
12-Privacy Policy
13-Impressum
14-Products
15-Additional information
16-Price range 
17-Corrence
18-Other accounts 
এই তথ্যগুলো আপনি সঠিকভাবে পূরণ করতে পারলে একটি পরিপূর্ণ ফেসবুক পেজ তৈরি করে ফেললেন। এবার সেটিংস অপশনে গিয়ে আপনাকে কিছু সেটিং এর গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। সেটিং অপশনে গিয়ে আপনি আপনার পেজটিকে পাবলিশ করতে পারবেন অথবা ডিলিট করতে পারবেন বা আনপাবলিশ করেও রাখতে পারবেন এছাড়া আপনি আপনার পেইজে অন্য কাউকে এডমিন বানাতে পারবেন তাই সেটিং অপশন সম্পর্কে আপনাকে খুব ভালো করে জানতে হবে। এর মাধ্যমে আমাদের এই পর্বটি এখানে শেষ করছি পরবর্তী পর্বগুলোতে পেজে পোস্ট করার নিয়ম, ফেসবুক ফ্রী প্রমোশন, বিজনেস অ্যাকাউন্ট তৈরি এবং ফেসবুক পেইড প্রমোশন সম্পর্কে আলোচনা করা হবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ।

অন্যদের সাথে শেয়ার করুন

0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

Comments System

blogger/disqus/facebook

আপনার ফোনকে আরও সহজ করে তুলবে

বিস্তারিত জানতে এখানে চাপ দিন অ্যান্ড্রয়েড ফোন সহায়ক হয়ে ওঠার ছয়টি উপায় সম্পর্কে আজ আপনাদের সাথে আলোচনা করব যা আপনার হাতের অ্যান্ড্রয়...

You might like

$results={3}

Comments

recentcomments

Subscribe Us

Ad Space

Responsive Advertisement

Recent in Sports

No Thumbnail Image

No Thumbnail Image

About Us

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Labels

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's.

আই, টি ব্লগ

নটিফিকেশন ও নোটিশ এরিয়া