কম্পিউটার পরিচিতি ও ইতিহাস।
কম্পিউটার কি:-
গ্রিক শব্দ Compute থেকে Computer শব্দটি এসেছে যার অর্থ হিসাব বা গণনা করা। কম্পিউটার শব্দটির অর্থ গণনাকারী যন্ত্র কিন্তু কম্পিউটার এখন শুধু গণনার কাজে ব্যবহার হয় না শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য সহ বৈজ্ঞানিক গবেষণা কাজে ব্যবহার করা হয়ে থাকে। এমনকি বর্তমান সময়কে কম্পিউটারের যুগ বলা হয় । পৃথিবীর বড় বড় প্রতিষ্ঠানগুলো কম্পিউটার ছাড়া চলতে পারে না।
কম্পিউটারের ইতিহাস:-
চিত্র:- এনালাইটিক্যাল ইঞ্জিন।
চীনে খ্রিস্টপূর্ব প্রায় তিন হাজার বছর পূর্বে গণনার জন্যAbacus নামক একটি যন্ত্র ব্যবহার করা হতো। কয়েকটি বিটস গোল চাকতির মাধ্যমে ঘুরিয়ে গণনার কাজ করা হতো। এর কয়েক হাজার বছর পর ১৬৪৫ সালে ফরাসি বিজ্ঞানী ব্লেয়াস প্যাসকেল প্যাসকালাইন যন্ত্র তৈরি করেন যা অ্যাবাকাসের মতোই কাজ করতো। ১৬৯৪ সালে উইলহেম ভন লেইবনিজ এই যন্ত্রটির উন্নত সংস্করণ রেকোনার তৈরি করেন । ১৮২১ সালে চার্লস ব্যাবেজ অ্যানালাইটিকাল ইঞ্জিন নামে একটি যন্ত্র আবিষ্কার করেন। যাতে তিনটি অংশ ছিল তথ্য প্রদানের অংশ , ফলাফল প্রদানের অংশ এবং তথ্য সংরক্ষণের অংশ। এ কারণে চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়। ১৯৪৬ সালে পেনসেলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের দুজন অধ্যাপক একটি কম্পিউটার তৈরি করেন যার নামENIAC । প্রথম মেমোরি যুক্ত কম্পিউটার তৈরি করা হয় ১৯৪৯ সালে যার নামEDSAC। Remington Rand কোম্পানি 1951 সালেUNIVAC-1 কম্পিউটার তৈরি করে যেখানে ভেকুয়াম টিউবের ব্যবহার দেখা যায়। ১৯৫৪ সালে জনপ্রিয় আইবিএম ৬৫০ কম্পিউটার তৈরি হয়।
বাংলাদেশ কম্পিউটারের ইতিহাস:-
চিত্র:-IBM-1620বাংলাদেশের প্রথম কম্পিউটার স্থাপিত হয় 1664 সালে পাকিস্তান পরমাণু গবেষণা কেন্দ্র, ঢাকায় ।এটি ছিল আইবিএম কোম্পানির 1620 সিরিজের তৃতীয় প্রজন্মের একটি মেইনফ্রেম কম্পিউটার । পরমাণু গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা আশির দশক পর্যন্ত সফলভাবে এটি ব্যবহার করেন। বর্তমানে কম্পিউটারটি আগারগাঁও বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সংরক্ষিত আছে। ষাটের দশকে দেশ ও বিদেশে বৈজ্ঞানিক গবেষণা, ব্যবসা-বাণিজ্য ,ব্যাংক বিমার দ্রুতপ্রসার ঘটতে থাকে। এ সময় দেশের কয়েকটি বৃহৎ প্রতিষ্ঠান ব্যয়বহুল মেইন ফ্রেম কম্পিউটার স্থাপন করেন। ষাটের দশকের শেষ দিকে তদানীন্তন হাবিব ব্যাংক আইবিএম 1401 কম্পিউটার এবং ইউনাইটেড ব্যাংক আইবিএম 1901 কম্পিউটার স্থাপন করে।







0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন