ফেসবুক মার্কেটিং:- পর্ব -২ (ফেসবুক ফ্রি মার্কেটিং)।
ফেসবুক মার্কেটিং:- পর্ব -২ (ফেসবুক ফ্রি মার্কেটিং)।
ফেসবুক মার্কেটিং এর গত পর্বে আমরা ফেসবুক পেজ তৈরি সম্পর্কে আলোচনা করেছিলাম।এই পর্বে ফ্রী ফেসবুক মার্কেটিং সম্পর্কে আলোচনা করব। বর্তমানে বাংলাদেশে প্রায় চার কোটি মানুষ ফেসবুকে সক্রিয় রয়েছে ফেসবুক ফ্রি মার্কেটিং এর মাধ্যমে খুব সহজেই আপনি আপনার পণ্য বা কন্টেনকে এই মানুষগুলোর মাঝে ছড়িয়ে দিতে পারেন। নিম্নে ফেসবুক ফ্রি মার্কেটিং এর বিস্তারিত আলোচনা করা হলো।
ধাপ -১:-
প্রথমে আপনাকে ফেসবুক ফ্রি মার্কেটিং এর জন্য যে কাজটি করতে হবে তাহলো কমপক্ষে পাঁচ থেকে সাতটি ফেসবুক আইডি খুলতে হবে।এই ক্ষেত্রে যে বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে তা হলো প্রত্যেকটি আইডি আলাদা ফোন নাম্বার দিয়ে খুলতে হবে এবং প্রতিটি ফোন নাম্বারের বিপরীতে আলাদা আইডি কার্ড থাকতে হবে যেমন ধরুন আপনার মা কিংবা আপনার বাবার আইডি কার্ড দিয়ে দুটি সিম কিনে দুটি আইডি খুললেন। এরপর প্রত্যেকটি আইডিকে সুন্দরভাবে সাজাতে হবে । ফটো,কভার অন্যান্য তথ্যগুলো সুন্দরভাবে পূরণ করতে হবে । এই আইডিতে যেন আপনার অনেকগুলো ফ্রেন্ড এড থাকে এবং পোষ্ট থাকে অর্থাৎ আপনাকে প্রত্যেকটি আইডি প্রফেশনাল ভাবেই চালাতে হবে। এগুলো আলাদা ব্রাউজার থেকে চালাতে হবে । তাহলে প্রথম ধাপে আপনার কাজ হল খুব প্রফেশনাল ভাবে পাঁচ থেকে সাতটি আইডি খোলা।
ধাপ -২:-
এবারে আপনাকে যে কাজটি করতে হবে তা হলো এই আইডিগুলো থেকে অনেকগুলো গ্রুপে এড হওয়া । সেই ক্ষেত্রে আপনাকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে তা হলো, প্রথমে আপনি কোন পণ্যের মার্কেটিং করতেছেন তার উপর ভিত্তি করে গ্রুপে এড হতে হবে। যেমন ধরুন আপনি কোন একটি টি শার্ট বিক্রির জন্য মার্কেটিং করছেন তাহলে আপনাকে এই আইডিগুলো থেকে সার্চ করতে হবে "টি শার্ট বাইসেল "গ্রুপ লিখে। তারপর আপনি গ্রুপ গুলোতে যুক্ত হবেন এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই পাবলিক গ্রুপ এবং ৩০ থেকে ৪০ হাজার ফলোয়ার আছে এরকম গ্রুপ গুলোতে যুক্ত হতে হবে।
ধাপ -৩:-
এ পর্যায়ে আপনাকে এই পুরো বিষয়টাকে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে হবে। অর্থাৎ মাইক্রোসফট এক্সেল সিটে গিয়ে আপনাকে একটি লিস্ট তৈরি করতে হবে । যেখানে প্রথমে থাকবে আপনার মোবাইল নাম্বার তারপরে আইডি ,পাসওয়ার্ড তারপরে গ্রুপ গুলোর তালিকা যেমন ধরুন আপনার একটি নাম্বার থেকে দুইটি আইডি খোলা আছে তাহলে প্রথমে নাম্বারটি লিখে তার সামনে আইডি দুটো এবং পাসওয়ার্ড লিখবেন যাতে আপনি পাসওয়ার্ড ভুলে না যান এরপর প্রত্যেকটি আইডির সামনে ওই আইডি থেকে যুক্ত হওয়া গ্রুপ গুলোর নাম লিখে রাখবেন । পাশে আপনি এ গুলোও লিখে রাখতে পারেন, গ্রুপের ফলোয়ার সংখ্যা ও অন্যান্য তথ্য তাহলে আপনাকে মার্কেটিং করতে অনেক সুবিধা হবে।
ধাপ -৪:-
এবার আপনাকে কনটেন্ট তৈরি করতে হবে । যেমন ধরুন আপনার টি-শার্টটি সম্পর্কে একটি ছোট্ট ভিডিও অথবা পোস্টার তৈরি করলেন । যেখানে আপনার টি-শার্টের ছবি দাম অন্যান্য তথ্য উল্লেখ রয়েছে। আপনার পেইজে গিয়ে এই পোস্টার কিংবা ভিডিওটি পোস্ট করে দিতে হবে । পেজ তৈরি সম্পর্কে আগের পর্বে আলোচনা করা হয়েছিল। এরপর এই পোস্টটিকে আপনার কাছে থাকা আইডি গুলো দিয়ে গ্রুপে শেয়ার করে দিতে হবে এর ফলে আপনার এই পোস্টটি গ্রুপে থাকা লক্ষ লক্ষ লোকের কাছে পৌঁছে যাবে।
এভাবেই আপনি ফেসবুকে ফ্রি মার্কেটিং করে আপনার কোন কনটেন্টকে বা কোন পণ্যকে লক্ষ লক্ষ মানুষের কাছে খুব সহজেই পৌঁছে দিতে পারেন আর এটাই হল ফেসবুক ফ্রি মার্কেটিং।





0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন